চার্লস ব্রিটেনের রাজা হলে রানি হবেন কামিলা

| সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৩ পূর্বাহ্ণ

দ্বিতীয় এলিজাবেথের পর কে হবেন ব্রিটেনের রানি তা নিয়ে জনমনে ছিল বেশ জল্পনা-কল্পনা। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর প্রিন্স চার্লস রাজা হবেন সেটা আগে থেকেই নির্ধারিত ছিল। তবে রানি নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা দ্বিতীয় এলিজাবেথের বক্তব্যে কেটে গেছে। ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকীতে দেওয়া বার্তায় রানি বলেন, এটা তার আন্তরিক ইচ্ছা যে কামিলা এ পদবিতে থাকবেন। গতকাল রোববার এতথ্য জানানো হয়। রানি দ্বিতীয় এলিজাবেথ তার প্ল্যাটিনাম জুবিলির ঐতিহাসিক মাইলফলকের দিনে ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ছেলে প্রিন্স চার্লস যখন রাজা হবেন তখন রানি হিসেবে পরিচিত হবেন ডাচেস অব কর্নওয়াল কামিলা। চার্লস কামিলাকে বিয়ে করেন ২০০৫ সালে। এর আগে রানির মর্যাদা পাওয়ার অধিকার থাকা সত্ত্বেও তিনি ‘প্রিন্সেস কনসোর্ট’ হিসেবে পরিচিতি পেতে চান। কারণ রানি উপাধি প্রিন্সেস ডায়ানার জন্য নির্ধারিত ছিল। কিন্তু প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় ডায়ানা মারা যান। এরপরই কামিলাকে বিয়ে করেন চার্লস। একই কারণে কামিলা প্রিন্সেস অব ওয়েলসের উপাধিও ব্যবহার করেন না।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫৩.৩৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমরক্কোতে কুয়ায় আটকে থাকা শিশুর জীবনের করুণ সমাপ্তি