চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার লেনদেন হয়েছে ৪৯.৯৯ কোটি টাকা। ১৩,৩৯২ টি লেনদেনের মাধ্যমে মোট ১.২৮ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২২.৭৮ পয়েন্ট কমে দাঁড়ায় ২০,৫৭০.৫৭ পয়েন্টে । সিএসই-৫০ সূচক ০.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫,৫৮.৪৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ২০.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২,৮০.৭৮ তে। সিএসইমেক্স সূচক ৯৮.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭২১.৫৫। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাড়িয়েছে ৪৮৫,২১১.৫১ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৫,০৩০.৭০ কোটি টাকায়।
সিএসইতে ৩৫৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬২ টির, কমেছে ২০৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২১ টির। প্রেস বিজ্ঞপ্তি।