চট্টগ্রামে এসএসসি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ২৯ অক্টোবর শুরু

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৫ অক্টোবর, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম উইজার্ড আয়োজিত এসএসসি ব্যাচ ভিত্তিক টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ২৯ অক্টোবর। টুর্নামেন্টে এসএসসি ১৯৯৫ সাল হতে ২০০৪ সাল পর্যন্ত ব্যাচের ১২ টি দল অংশ গ্রহণ করছে । গত শনিবার রাতে নগরীর চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও টিম মিট আপ নাইট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, ক্রিকেট কোচ সাইফুল্লাহ চৌধুরী, চট্টগ্রামের প্রথম শ্রেণীর ক্রিকেটার মাহবুবুল করিম মিঠু। এছাড়া স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিগন, অংশগ্রহনকারী দল সমুহের সদস্য এবং চট্টগ্রাম উইজার্ড পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ক্লাব সাধারন সম্পাদক জাবেদুর রহমান এবং ক্লাব সভাপতি রাজিব বড়ুয়া। টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোহাম্মদ ফারুক টিটো তার সমাপণী বক্তব্যে ক্লাব পরিচিতি, টুর্নামেন্টের বাজেট, উদ্দেশ্য এবং টুর্নামেন্ট ফরমেট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীতে লটারীর মাধ্যমে টুর্নামেন্টের গ্রুপ নির্ধারন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ইফতেখারুল ইসলাম ওয়াজি। চট্টগ্রামে এসএসসি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের এমন আয়োজন এটিই প্রথম।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪৯.৯৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট সম্পন্ন