সিএসইতে লেনদেন ৪২.৮৮ কোটি টাকা

| বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২০ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের পরিমাণ ৪২.৮৮ কোটি টাকা। মোট ৯,৯৯৪টি লেনদেনের মাধ্যমে মোট ১.৩৯ কোটি শেয়ার হাতবদল হয়েছে । প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১.৮৪ পয়েন্ট কমে দাড়ায় ১৪,১১৪.২৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২.৪৪ পয়েন্ট কমে দাড়িয়েছে ১,০১৭.২৪ তে।
এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ০.৮৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ৯০৮.১৭ তে। আজ দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাড়িয়েছে ৩২৭,০৮৬.০৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৭৫,০৩২.০৮ কোটি টাকায়। সিএসই’তে ৩৩৫ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ২৫৮টির, এর মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৪২টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

পূর্ববর্তী নিবন্ধসিঙ্গাপুরে স্কুল পড়ুয়াদের কোভিড ট্রেসিং বাধ্যতামূলক
পরবর্তী নিবন্ধমহামারীকালে রপ্তানিতে বাড়ছে পাট ও ওষুধের অবদান