সিএসইতে লেনদেন ৩৬.১৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেন ৩৬.১৬ কোটি টাকা। ১২,১০০টি লেনদেনের মাধ্যমে মোট ৬৭.০০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২০.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৮৯৯.৮৬ পয়েন্টে।

সিএসই-৫০ মূল্যসূচক ২.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৪৯.২৯-তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর মূল্যসূচক ৩.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২১০.১৯ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স মূল্যসূচক ২১.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২,০৮৬.২৪ পয়েন্ট।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৩,১৯৭.৩১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৮,১৬৩.৫১ কোটি টাকায়। সিএসইতে ৬৩২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৯টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ১২১টির।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের প্রথম জয় বাকলিয়ার প্রথম হার
পরবর্তী নিবন্ধরাশিয়া শর্ত মানলেই কেবল আলোচনায় রাজি জেলেনস্কি