সিএসইতে লেনদেন ৩০.৬৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের পরিমাণ ৩০.৬৫ কোটি টাকা। মোট ৮,৩২১টি লেনদেনের মাধ্যমে মোট ১ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৭৩.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫,৪৩৪.৯০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১২.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৭০.১২-তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ০৮.০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৮২.৬৬-তে।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯১,৬৩০.৮১ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮২,১৯৩.৩৬ কোটি টাকায়। সিএসইতে ৩৪৪ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৪টির। এর মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ২৫ টির। অপরিবর্তিত রয়েছে ৪৯টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমনিটাইজেশন ফিচার আসছে ক্লাবহাউসে
পরবর্তী নিবন্ধবাংলাদেশ গেমসের শরীর গঠনে মহানগরী ক্রীড়া সংস্থার সাফল্য