সিএসইতে লেনদেন ২৫.৫১ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৩৩ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২৫.৫১ কোটি টাকা। ৩,৭৭৭৮টি লেনদেনের মাধ্যমে মোট ৭১.১৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৭.৪১ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,২৯০.৬৮ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৬.২৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,২৯৮.৩৯তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৬.৭১ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৭৩.৪৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল ৪৮.৫২ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৫৩৮.৬৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমান হলো ৭৬৩,৬৪৯.৩৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমান হলো ৪৩৮,১৮১.১১ কোটি টাকা। সিএসইতে ৬৩৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৪টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ১৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

পূর্ববর্তী নিবন্ধএকদিন বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএল
পরবর্তী নিবন্ধপাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী হচ্ছেন নওয়াজের মেয়ে মরিয়ম