সিএসইতে লেনদেন ২০.৮৩ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:০৬ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ২০.৮৩ কোটি টাকা। ৬,৯৯৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৮৯.৩৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫.৬৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৭,৯৩৭.৮১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.২৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,২৭৪.০৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.৬৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৫২.০০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক আজ ১৫৭.৯১ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৭৮১.৫০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৫৪,৬৭৫.৪৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৮,৯২৯.৫০ কোটি টাকা । সিএসইতে ৬৩৭ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৮ টির, কমেছে ১২০ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

পূর্ববর্তী নিবন্ধশাহজাহান সংঘকে উড়িয়ে পাইরেটসের শুভ সূচনা
পরবর্তী নিবন্ধরাশিয়ার পরাজয় ইউরোপের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ : ম্যাক্রোঁ