চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেন হয়েছে ২০۔৫৪ কোটি টাকা। ১০,৪০৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৮৪۔২১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৯۔৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯,০১৯ ۔৮৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৬۔২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪০০۔৮৯ তে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৫۔৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২০৪۔১৬ তে। গতকাল দিনশেষে সিইসির বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৩,৯৭৩۔৯৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমান দাঁড়ায় ১০১,৬৮৬۔২৫ কোটি টাকা।
সিএসই’তে ৩৭৮ টি স্ক্রিপ এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩১৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৪ টির, কমেছে ১৫৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।