সিএসইতে লেনদেন ১৬.৩৪ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৮:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১৬.৩৪ কোটি টাকা। ৬,১১৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৬৬.৪০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০০.৯৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৭,৭৪০.২৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৪.৬০ পয়েন্ট কমেছে, যা হলো ১,২৫৬.৫৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৬.১৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৩৮.৮৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৪৩.৬৭ পয়েন্ট বেড়েছে, গতকাল যা হলো ২,৮৭৬.৬০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৪৫,৬৯১.৫৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৯,৪২৯.৫০ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৭ টির, কমেছে ১৪৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিভাবান ক্রিকেটার অন্বেষণে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার কার্যক্রম কাল থেকে শুরু
পরবর্তী নিবন্ধ৬ মাসের মিশনে ৪ নভোচারী নিয়ে স্পেস স্টেশনে গেল স্পেসএক্স