চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার ১৫.০১ কোটি টাকা লেনদেন হয়েছে। মোট ৭,৫১৮টি লেনদেনের মাধ্যমে মোট ৪৭.১৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৫৯৬.৪৮ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ০.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১৭.২৩–তে।
এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৬৮.৮০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ২২.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৬৬৭.৪১ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৬,৬৯১.৫৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৫,৯২৭.৯৬ কোটি টাকা। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্টের মধ্যে গতকার লেনদেন হয়েছে ২৪২টির। এর মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ১১০টির।