সিএসইতে লেনদেন ১৪.৪৯ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ১৪.৪৯ কোটি টাকা। মোট ৭,৫৩৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৫০.৫৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮.১০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৭,৯৪৫.৯২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৪৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,২৭৪.৪৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ২.১২ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৪৯.৮৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,৭৮১.৫০ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৫৪,৫৭৭.২৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৮,৯২৯.৫০ কোটি টাকা। সিএসইতে ৬৩৭ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭১টির। এর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

পূর্ববর্তী নিবন্ধএকতরফা লড়াইয়ে মোহামেডানকে উড়িয়ে দিল আবাহনী
পরবর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতি হলে হামলা বন্ধ রাখার ঘোষণা হুথি ও হিজবুল্লাহর