সিএসইতে লেনদেন ১৪১.৬০ কোটি টাকা

| বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি, ২০২১ at ৮:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের পরিমাণ ছিল ১৪১.৬০ কোটি টাকা। মোট ৪০,৬১১টি লেনদেনের মাধ্যমে ৩.৪০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৪৯.০৬ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬,৮৪০.৪৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৫.০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৭২.৭৫-তে।
এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ২৭.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৭৬.৮৯-তে।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১৫,৭৯৪.১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮০,১৫৯.৮৩ কোটি টাকায়। সিএসইতে ৩৩৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮২টির। এর মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ১৯৮টির। অপরিবর্তিত রয়েছে ৩৩টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভর্তুকির সুদ গ্রাহকের ওপর চাপানো যাবে না
পরবর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজ মহিলা দল নিয়ে বাংলাদেশে আসতে চায় ওয়ালশ