সিএসইতে লেনদেন ১২.৭৪ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৯:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১২.৭৪ কোটি টাকা। ৬,৩৩৭ টি লেনদেনের মাধ্যমে মোট ৪১.৭৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪৪.৭৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৭,৫৯৫.৪৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১৫.৬৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,২৪০.৮৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৪.৬৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৩৪.২০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৬২.০২ পয়েন্ট বেড়েছে গতকাল, যা হলো ২,৯৩৮.৬২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৪২,০৪১.৬৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৯,৪২৯.৫০ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮২ টির, কমেছে ১৩৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯ টির।

পূর্ববর্তী নিবন্ধজয় দিয়ে শুরু শতদল জুনিয়রের
পরবর্তী নিবন্ধভারতে রেস্তোরাঁর মাউথফ্রেশনারে শুষ্ক বরফ, মুখে দিতেই রক্ত-বমি