সিএসইতে লেনদেন ১১.৯২ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল লেনদেন হয়েছ ১১.৯২ কোটি টাকা। মোট ৩,৭৭৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৮.০৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৫.২৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৬,৬২৮.৭১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.১৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৮৫.৪২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৫.২০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৯.৭৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৪৭.৪৭ পয়েন্ট বেড়েছে গতকাল, যা হলো ৩,১৫৭.২২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ হলো ৭১১,৯৮৫.৮২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৩,৩৭৩.৫৩ কোটি টাকা। সিএসই’তে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১১ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৩ টির, কমেছে ৬৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২২ টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘টেস্ট কেইস’ হিসেবে আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোকে ২০ লাখ টাকা দেবে বিসিবি
পরবর্তী নিবন্ধলেবাননে ড্রোন হামলায় জাতিসংঘের ৩ পর্যবেক্ষক আহত