লেবাননে ড্রোন হামলায় জাতিসংঘের ৩ পর্যবেক্ষক আহত

| সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

লেবাননের দক্ষিণের রমেইশে ড্রোন হামলায় জাতিসংঘের তিন পর্যবেক্ষক এবং লেবানিজ একজন দোভাষী আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থায় ইসরায়েলি একটি ড্রোন থেকে হামলা চালানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে। ইসরায়েলের সেনাবাহিনী ওই অভিযোগ অস্বীকার করেছে। খবর বিডিনিউজের।

আহতদের চিকিৎসা চলছে এবং হামলার পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলেও ইউএন মিশন-(ইউনিফিল) থেকে জানানো হয়েছে। গাজা যুদ্ধ হওয়ার পর থেকেই ইসরায়েললেবানন সীমান্তেও উত্তেজনা দেখা দিয়েছে। লেবাননের প্রভাবশালী গ্রুপ হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর নিয়মিত গোলা বিনিময় চলছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.৯২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৭, আহত ৩০