সিএমসিসিআই’র সাধারণ সভায় তিন বছরের অডিট রিপোর্ট পেশ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সিএমসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২০১৯২০২০২০২১ এবং ২০২২ সালের অডিট রিপোর্ট পেশ এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় জানানো হয়, করোনা মহামারি এবং কার্যালয় স্থানান্তরের কারণে গত তিনবছর সিএমসিসিআই’য়ের বার্ষিক সাধারণ সভা আয়োজন করা সম্ভব হয়নি।

সিএমসিসিআই’র ভারপ্রাপ্ত সচিব মো. জয়নাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি খলিলুর রহমান। তিনি সিএসিসিআই’র ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমসিসিআই সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী, পরিচালক হাজী এম এ মালেক, প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী এবং অজিত কুমার দাশ।

সভায় করোনাকালীন এবং করোনা পরবর্তী সময়ে সিএমসিসিআই’র যে সকল পরিচালক এবং সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও সভা
পরবর্তী নিবন্ধবান্দরবানে ইয়াবাসহ আটক ৮