সিআরবি রক্ষায় গাইলেন কফিল আহমেদ

| বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

নগরীর ফুসফুস খ্যাত সবুজ সিআরবিতে বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপের হাসপাতাল নির্মাণের প্রতিবাদে গত কয়েকমাস ধরে চলছে প্রতিবাদ। চট্টগ্রামের বিশিষ্টজনদের সাথে সাধারণ নগরবাসীসহ সরব সংস্কৃতি কর্মীরাও। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিআরবিতে প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন করে ‘যতদূর গলা যায়’। সিআরবি রক্ষায় ‘কফিল
আহমেদ এর গান’ শিরোনামে এই আয়োজন শুরু হয় যতদূর গলা যায়ের গান দিয়ে। ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, সত্যজিত ঘোষ, তারিন, সুমি, ওঙ্কারের গানের সাথে সঙ্গত করেন রুবেল, স্বদেশ, অভি ও শাহেদ। এরপর গান পরিবেশন করেন আরিফ আবদুল্লাহ ও স্বাক্ষর শুভ। সিআরবি রক্ষা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ঢাকা থেকে এসে যুক্ত হন গণসংগীত শিল্পী কফিল আহমেদ। তার পরিবেশনার সাথে সঙ্গতে ছিলেন রুনু, শিশির ও স্বর্ণা। গানে গানে উঠে আসে প্রাণ-প্রকৃতি রক্ষার আকুতি ও সিআরবির প্রতি ভালবাসা।

পূর্ববর্তী নিবন্ধনগরের কোন এলাকায় কেমন শব্দ দূষণ
পরবর্তী নিবন্ধসিআরবির মাঠ দখল করে ভবন নির্মাণের পাঁয়তারা রুখতে হবে