সিআরবির মাঠ দখল করে ভবন নির্মাণের পাঁয়তারা রুখতে হবে

নাগরিক সমাজের সমাবেশে বক্তারা

| বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজের মঞ্চ থেকে চট্টগ্রামের শিশুদের খেলার মাঠ রক্ষার দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সিআরবি রক্ষার দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, চট্টগ্রামে দীর্ঘদিন ধরেই চলছে খেলার মাঠের তীব্র সংকট। এই মাঠ সংকটের কারণে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন মুখ থুবড়ে পড়েছে। গড়ে উঠছে না ভালো খেলোয়াড়। বলতে গেলে এখন খেলার উপযুক্ত তেমন কোনো মাঠ নেই। যে ক’টি আছে সেগুলো বছরের বিভিন্ন মেলাসহ নানা অনুষ্ঠানের জন্য ব্যস্ত থাকে। কোথাও দখল করে রাখা হয়েছে। সংস্কারের অভাবে ইট-পাথরের জঞ্জালে পরিণত হয়েছে। নগরীর অন্যতম প্রকৃতি ঘেরা সিআরবির মাঠও এখন দখল করে বাণিজ্যিক ভবন নির্মাণের পাঁয়তারা করা হচ্ছে। যে কোন মূল্যে এটি রুখে দিতে হবে।
গতকাল মঙ্গলবার সিআরবি শিরিষ তলায় এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ব্যতিক্রমি এই আয়োজনে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তব্য রাখেন ১৪ দলীয় জোট নেতা জসিম উদ্দীন বাবুল, নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, অধ্যাপক ড. ইদ্রিস আলী, চবি শিক্ষক কবি হোসাইন কবির, শাহাজাহান চৌধুরী, আবৃত্তিকার রাশেদ হাসান, প্রনব চৌধুরী, সরোয়ার হোসেন চৌধুরী, বেলায়েত হোসেন, হাসিনা আকতার টুনু, বনবিহারী চক্রবর্তী, মহিউদ্দিন কোহেল, মুশতাক আহমপদ, শিবু প্রসাদ চৌধুরী, জেনিফার আলম, কবি মিনু মিত্র, ডা. আরকে দাশ রুবেল, দিলরুবা খানম, আরফাতুল মান্নান ঝিনুক, রতন ঘোষ, মাহমুদুল করিম, চৌধুরী জসিমুল হক, আনোয়ার হোসেন পলাশ, মাইমুন উদ্দিন মামুন, সাজ্জাদ হোসেন জাফর, মসাকিব, মুস্তাফিজ মাহিন প্রমুখ। সমাবেশ সঞ্চালন করেন হুমায়ুন কবির মাসুদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআরবি রক্ষায় গাইলেন কফিল আহমেদ
পরবর্তী নিবন্ধঅবশেষে প্রাণ ফিরেছে বিচারে, যুক্তিতর্ক শুরু