সিআরবির তিন দিকের প্রবেশপথে গেট নির্মাণ করছে রেল কর্তৃপক্ষ

ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সংস্কৃতিসেবী ও পরিবেশবিদদের

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

নগরীর সিআরবি এলাকায় তিন দিকের প্রবেশপথের মূল সড়কে গেট নির্মাণ করছে রেল কর্তৃপক্ষ। গেট নির্মাণ করা হলেও এখনই সিআরবি এলাকা দিয়ে যান চলাচল ও সর্বসাধারণের প্রবেশ বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ভবিষ্যতে পরিস্থিতি বুঝে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে বলে জানায় রেলওয়ে পূর্বাঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল শনিবার দুপুরে সরেজমিনে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকার তিন দিকের মূল সড়কের প্রবেশপথে গিয়ে দেখা যায়, কদমতলী পেট্রোল পাম্পের সামনে দিয়ে সিআরবিতে প্রবেশপথে গেট নির্মাণের কাজ চলছে। তবে টাইগারপাস হয়ে সিআরবিতে প্রবেশপথ এবং স্টেডিয়ামের দক্ষিণ-পশ্চিম কোণের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে প্রবেশপথে এখনো নির্মাণ কাজ শুরু হয়নি। এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন আজাদীকে বলেন, সিআরবির সড়কটি ভারী যানবাহন চলাচলের উপযুক্ত নয়। এই সড়ক দিয়ে প্রতিদিন ভারী অনেক যানবাহন চলাচল করে। আমরা ভবিষ্যতের কথা বিবেচনা করে সিআরবি এলাকায় প্রবেশপথের তিন দিকে গেট নির্মাণ করছি। তবে এখনই যানবাহন কিংবা সর্বসাধারণের প্রবেশ বন্ধ হবে না। গেট নির্মাণ করা হলেও আগের মতোই ওপেন থাকবে। সবাই যাতায়াত করতে পারবে। ভবিষ্যতে যদি কখনো প্রয়োজনে পড়ে তখন হয়তো সর্বসাধারণের প্রবেশাধিকার সীমিত করার বিষয়টি ভাবা হতে পারে।
এদিকে সিআরবির মতো সবুজে ঘেরা প্রাকৃতিক উন্মুক্ত স্থানে সর্বসাধারণের প্রবেশপথে গেট নির্মাণের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন চট্টগ্রামের সংস্কৃতিসেবী, পরিবেশবিদ থেকে শুরু করে রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের অনেকের মতে, চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি যেভাবে যুগের পর যুগ উন্মুক্তভাবে এই অঞ্চলের মানুষকে ছায়া দিচ্ছে, আনন্দ দিয়ে যাচ্ছে, তেমনই থাকুক। এটা চট্টগ্রামবাসীর উন্মুক্ত বিনোদনের স্থান। এখানে উন্মুক্ত মঞ্চে বাঙালির পহেলা বৈশাখ থেকে শুরু করে বছর জুড়ে কোনো না কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগরবাসীর এমন একটি জনপ্রিয় উন্মুক্ত স্থানে সর্বসাধারণের প্রবেশাধিকার সংকুচিত করে দেওয়া কোনো অবস্থাতেই সমীচিন হবে না।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসা শেষে বাড়ি ফেরা হল না ওদের
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ৩ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জনের মনোনয়ন বাতিল