সিআরবিকে রক্ষা করতে চাই

নাগরিক সমাজের সমাবেশে বক্তারা

| শনিবার , ১৩ নভেম্বর, ২০২১ at ৭:৩০ পূর্বাহ্ণ

নাগরিক সমাজের উদ্যোগে গতকাল শুক্রবার সিআরবি চত্বরে চলে সঙ্গীত, আবৃত্তি। পরিবেশ কর্মী মুহাম্মদ দিদারুল আলম সিআরবি রক্ষা নিয়ে নির্মাণ করেছেন ব্যতিক্রমী ডকুমেন্টারি ‘সিআরবির ক্রন্দন’। তিনি ডকুমেন্টারির সিডি হস্তান্তর করেন নাগরিক সমাজের মহাসচিব অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইউনুসের হাতে। বাচিকশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এএইচ এম জিয়াউদ্দিন, নারী নেত্রী হাসিনা আক্তার টুনু, বেলায়েত হোসেন, জেলা শিল্পকলা একাডেমির যুগ্মসম্পাদক মইনুদ্দিন কোহেল, সাংবাদিক ঋত্বিক নয়ন, মোরশেদুল আলম, মোহাম্মদ সাবের, আকরাম হোসেন, সাজ্জাদ হোসেন জাফর, শিক্ষক সৈয়দা আঞ্জুমান আরা, শিল্পী জাকিয়া তাসনিম লিপি, নারায়ণ বিশ্বাস, মুজিব বিপ্লব প্রমুখ। সংগীত ও আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব। তিনি উন্নয়নের পক্ষে। প্রধানমন্ত্রী আমাদের আশার কথা শোনাবেন। কেউ হাসপাতালের বিপক্ষে নেই। আমরা চাই সিআরবি দৃষ্টিনন্দন থাকুক। শুধু সিআরবিকে রক্ষা করতে চাই, অন্য কোথাও হাসপাতাল হলে আমরা খুশি হবো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম স্কুলে স্পিচ এন্ড ল্যাংগুয়েজের প্রশিক্ষণ র্কমশালা
পরবর্তী নিবন্ধআইসিএমএবি চট্টগ্রাম শাখার আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস