সিআইইউতে বিতর্ক প্রতিযোগিতায় বিজনেস স্কুলের জয়লাভ

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৪:১২ অপরাহ্ণ

‘যুক্তিতে মুক্তি’- শ্লোগানকে সামনে রেখে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো ‘সিআইইউ আন্তঃঅনুষদ বিতর্ক প্রতিযোগিতা ২০২২’।

সম্প্রতি সিআইইউর স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (স্ল্যাস) অনুষদের বির্তক সংগঠন স্ল্যাস ডিবেটিং সোসাইটি ক্যাম্পাস অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার ফাইনালের আয়োজন করে। এতে সিআইইউ বিজনেস স্কুল চ্যাম্পিয়ন এবং স্ল্যাস অনুষদ রানার আপ হয়।

ফাইনালে ‘বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা গ্রহণের জন্য প্রস্তুত’ এই বিষয়ের উপর হাড্ডাহাড্ডি লড়াইয়ে অংশ নেন দুই দলের বিতার্কিকরা। মুহুর্মুহু করতালি, কখনও সমর্থন। আবার তার্কিকদের জোরালো যুক্তি-এভাবেই এগিয়ে যেতে থাকে পুরো আয়োজন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্ল্যাস এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, বিতর্ক চর্চা তরুণদের ভবিষ্যৎ জীবনে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে নেয়। আজকের তরুণরা আগামি দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবে। এই ধরণের আয়োজন তাদের মেধার বিকাশ ঘটায়।

অনুষ্ঠানে স্পিকার ছিলেন স্ল্যাস ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর প্রভাষক আশিকুর রহমান। তিনি বলেন, এই ধরণের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা ও বুদ্ধিবৃত্তিক চর্চাগুলো সবখানে ছড়িয়ে দেয়। তাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে।

অনুষ্ঠানে বিচারক হিসেবে আরও ছিলেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক ওবায়দুল করিম, ফরাসি ভাষার শিক্ষক মাহফুজুর রহমান এবং সিআইইউর অ্যামেরিকান কর্নারের সহকারি পরিচালক রুমা দাশ।

পুরো প্রতিযোগিতায় সেরা বিতার্কিকের পুরস্কার পান অর্জুন মল্লিক। বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধসদরঘাটে গ্রেনেড উদ্ধার মামলায় জঙ্গি রাকিবুলের ৫ বছরের সাজা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ভাই-ভাবির হাতে ছোট ভাই খুন