এক জোড়া কালো পোয়া মাছের দাম পেয়েছে সাত লাখ ৬০ হাজার টাকা। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়ার মাছ ব্যবসায়ী ও ইউপি সদস্য আব্দুল মন্নানের জালে ধরা পড়েছে এই কালো পোয়া দুটি। গতকাল বৃহস্পতিবার সকালে সাগরে মাছ শিকার করতে গিয়ে বিকেলে শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া ঘাটে কালো পোয়া মাছ ধরে ফিরে আসে মাঝিমাল্লা। খোঁজ নিয়ে জানা যায়, কালো পোয়া মাছ চড়া দামে রপ্তানি করা হয়। বিশেষ করে এই মাছের বায়ুথলী মেডিকেল ক্যামিক্যাল হিসেবে ব্যবহার হয় বলে মাছ ব্যবসায়ীরা জানান।
সাবরাং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর আবদুল মন্নান জানান, ফিশিং বোটে ধরা পড়লো ২ টি কালো পোয়া মাছ। মাছ দুটির ওজন ৬৪ কেজি ৭০০ গ্রাম। স্থানীয় মাছ ব্যবসায়ীরা ৭ লক্ষ ৬০ হাজার টাকায় কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। মনপুত না হওয়ায় এখনো বিক্রি করিনি।












