মহেশখালীতে খতনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগে মামলা হয়েছে ঘটনার প্রায় আড়াই মাস আর। আর সেই মামলায় প্রায় সাড়ে ৪ মাস পর র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন এক পল্লী চিকিৎসক ও তার সহযোগী। গ্রেপ্তারকৃতরা হলেন মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া গ্রামের মোহাম্মদ ইসমাইলের পুত্র পল্লী চিকিৎসক জয়নাল আবেদীন (৩৫) এবং তার ভাই ও সহযোগী মিজানুর রহমান (২৮)। গত ১১ এপ্রিল দিবাগত রাতে র্যাব তাদের গ্রেপ্তার করে।
শিশুটির পিতা মো. মনজুর আলম জানান, গত বছরের ২৮ নভেম্বর তার ৮ বছরের শিশুকে খতনা করানোর জন্য উপজেলার ছোট মহেশখালীর সিপাহীর পাড়ার মেসার্স জাহেদ মেডিকোতে নিয়ে যান। সেখানে জয়নাল আবেদীন নামের পল্লী চিকিৎসক খতনা করার সময় তার সন্তানের পুরুষাঙ্গ কেটে ফেলেন। পরে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে তাকে হাসপাতালে ভর্তি করান তিনি।
তার অভিযোগ, ঘটনার পর বিষয়টি গোপন রাখতে পল্লী চিকিৎসক জয়নাল ও তার সহযোগী আমাকে ভয়ভীতি দেখানোসহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।
মনজুর আলম জানান, এ ঘটনায় তিনি চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে মহেশখালী থানায় একটি মামলা করেন। এ ঘটনায় র্যাব-১৫ গত ১১ এপ্রিল অভিযান চালিয়ে সিপাহীর পাড়া থেকে আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মহেশখালী থানা হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।