সাম্রাজ্যবাদী অপশক্তিকে প্রতিহত করতে হবে

ইসলামী ফ্রন্টের সভায় মতিন

| বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

ঐতিহাসিক বারেন বিপ্লব দিবস স্মরণে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলা গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে স্মরণসভার আয়োজন করে। নগর দক্ষিণ ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা নূরুল ইসলাম জেহাদীর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম এ মতিন। মুখ্য আলোচক ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা স উ ম আবদুস সামাদ। প্রধান অতিথি বলেন, সাম্রাজ্যবাদী অপশক্তি আজ দেশে দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। চীনসহ দেশে দেশে চলা সাম্রাজ্যবাদী দেশগুলোর বর্বরতা ও গণহত্যা থামাতে জাতিসংঘসহ বৈশ্বিক সংস্থাগুলোকে জোরালো আইনগত পদক্ষেপ নিতে হবে। সাম্রাজ্যবাদী অপশক্তিকে প্রতিহত করতে হবে। মুখ্য আলোচক স উ ম আবদুস সামাদ বলেন, বিশ্বের মোড়ল বড় দেশগুলো মানবাধিকারের সবক দেয়। সভাপতির বক্তব্যে মাওলানা নূরুল ইসলাম জেহাদী বলেন, মুসলমানরা শান্তিপ্রিয় জাতি। মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন, আহলে সুন্নাত ওয়াল জমা’আতের চেয়ারম্যান আল্লামা কাজী মুঈন উদ্দিন আশরাফী, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, এম সোলায়মান ফরিদ, অধ্যক্ষ মাওলানা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, আব্দুর রহিম, মাওলানা রেজাউল করিম তালুকদার, এম এ মাবুদ, ইঞ্জিনিয়ার নূর হোসেন, এনামুল হক ছিদ্দিকী, মহিউল আলম চৌধুরী, মাওলানা ওবাইদুল মোস্তফা কদমরসূলী, মাওলানা আব্দুন নবী আল কাদেরী, মাওলানা ইউনুস তৈয়বি, আলী হোসাইন, ফেরাকানুল আলম চৌধুরী, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, নাছির উদ্দিন মাহমুদ, ফরিদুল ইসলাম, মাওলানা নূরুল্লাহ রায়হান খান, মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা সৈয়দ শামসুল ইসলাম আজমী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, ইব্রাহিম খলিল, আজিম উদ্দিন জনি, জামাল উদ্দিন, আব্দুল্লাহ আল জাবের, শাহেদুল আলম, কাজী মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ নূরউদ্দিন, মুহাম্মদ বেলাল কাদেরী, নূর রায়হান চৌধুরী প্রমুখ। পরে মুনাজাত করেন আল্লামা কাজী মুঈন উদ্দীন আশরাফী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমানের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ৪১ শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ প্রদান