সাম্প্রদায়িক উসকানিদাতাদের গ্রেপ্তারের দাবি

ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

| রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৩১ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও, পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক উসনাকানিদানকারী মহল পরিকল্পিতভাবে মঠমন্দিরে হামলা শুরু করেছে। তাদের অপতৎপরতা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ এ দাবি জানান। বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেনকেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, উত্তর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, সুকান্ত দত্ত, রুমা কান্তি সিংহ, ডা. বিধান মিত্র, মিনু দেবী, ডা. তপন কান্তি দাশ, সুচিত্রা গুহ টুম্পা, অ্যাডভোকেট পংকজ কুমার চৌধুরী, রতন কুমার চৌধুরী, কল্লোল সেন, নিউটন সরকার, দীপক তালুকদার, সুভাষ সরকার, বিমল চন্দ্র নাথ, চন্দন মজুমদার, ডা. অশোক কুমার দেব, অমিত পালিত অংকুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ফ্রন্টের বিভাগীয় মহাসমাবেশের প্রস্তুতি
পরবর্তী নিবন্ধকুরআনই ইসলামী জীবন ব্যবস্থার মূলনীতি ও অনুশাসনের উৎস