কুরআনই ইসলামী জীবন ব্যবস্থার মূলনীতি ও অনুশাসনের উৎস

দরসুল কোরআন মাহফিলের সমাপনীতে বক্তারা

| রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৩২ পূর্বাহ্ণ

আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের উদ্যোগে গতকাল শনিবার জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ২০তম পবিত্র দরসুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

প্রধান দরসকারী হিসেবে উপস্থিত ছিলেনঅধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিষয় ভিত্তিক দরস পেশ করেনঅধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, মুফতি আল্লামা আলাউদ্দিন জিহাদী, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ভিসি ড. আতিউর রহমান মিয়াজী, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, আল্লামা এনামুল হক সিকদার। বিশেষ মেহমান ছিলেন, শাহজাদা আতিকুল মিল্লাত আল কুতুবী, আল্লামা সালাহ উদ্দীন লতিফী, আল্লামা নাজমুল হক আখন্দ, আল্লামা মাহমুদুর রহমান তানভীর সিদ্দিকী, মাওলানা হারুনুর রশিদ, আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহ আলকাদেরী, ছৈয়দ আসাদ উদ্দীন রিয়াদ শাহ, আল্লামা কাজী এরশাদুল্লাহ রজায়ী, আল্লামা শাহছুফি হাফেজ আমিন, আল্লামা ওমর ফারুক নঈমী, কলামিস্ট অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। মাহফিল প্রস্তুতি কমিটির সচিব মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেনএকেএমবির সচিব স ম হামেদ হোসাইন। স্বাগত বক্তব্য রাখেনপ্রস্তুতি কমিটির আহ্‌বায়ক এইচ এম মুজিবুল হক শাকুর। মাহফিলে বক্তারা বলেন, কুরআন মজীদ মানব জীবনের যাবতীয় সমস্যার সমাধানে সামগ্রিক কল্যাণকর জীবন ব্যবস্থা। কুরআনই ইসলামী জীবন ব্যবস্থা তথা শরীআতের মূলনীতি ও অনুশাসনের উৎস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাম্প্রদায়িক উসকানিদাতাদের গ্রেপ্তারের দাবি
পরবর্তী নিবন্ধচান্দগাঁও সিডিএ মডেল আ/এ কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন