সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াসে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্বেগ

| মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

মন্দিরে পবিত্র ‘কোরআন’ রেখে উত্তেজনা ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশে রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতা সৃষ্টির অশুভ মহল বিশেষের অপতৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে এস জেড এইচ এম ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী এক বিবৃতিতে এ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানান। তিনি বলেন, এ ঘটনা যুগপৎ কোরআন ও ইসলামের অবমাননা এবং দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের কপালে কলঙ্ক অঙ্কনের সামিল। পুরো বিষয়টা ইসলাম ও মুসলমানদের ধর্মীয় আদর্শ, সামাজিক নীতি ও নৈতিক আচরণের পরিপন্থি। রাষ্ট্রে মুসলিমদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মাচার পালনসহ মৌলিক মানবাধিকারগুলো মদিনা সনদের বিধিবদ্ধ এবং এতে কোন প্রকার ব্যত্যয় ঘটানোর অবকাশ নেই। মাইজভাণ্ডার দরবার শরিফসহ মহান অলি-আউলিয়াগণ এ পবিত্র ঐতিহ্যের ধারক এবং বাংলাদেশের সামাজিক নীতি ও তাই। সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী ক্ষতিগ্রস্ত সংশ্লিষ্ট হিন্দু নাগরিকদের ক্ষয়-ক্ষতি, সমস্যা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবী গ্রুপ করার সুপারিশ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইস্টার্ন রিফাইনারি স্কুলে মুজিব কর্নার ও শেখ রাসেল কম্পিউটার ল্যাব উদ্বোধন
পরবর্তী নিবন্ধসম্প্রীতির মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে