ইস্টার্ন রিফাইনারি স্কুলে মুজিব কর্নার ও শেখ রাসেল কম্পিউটার ল্যাব উদ্বোধন

| মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুলে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) উদ্যোগে স্থাপিত ‘মুজিব কর্নার’ ও ‘শেখ রাসেল কম্পিউটার ল্যাব’ সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লোকমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ এনডিসি। বিশেষ অতিথি ছিলেন বিপিসির পরিচালক (অপারেশন্স এন্ড প্ল্যানিং) সৈয়দ মেহদী হাসান, বিপিসির সচিব লাল হোসেন প্রমুখ।
এছাড়াও ইআরএলের উর্ধ্বতন কর্মকর্তা, ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। ইআরএলের কর্মকর্তা মো. মনজেদ আলী শান্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ রাসেলের জীবনের বিভিন্ন দিক বিষয় শিক্ষার্থীদের নিকট তুলে ধরেন। তিনি ছাত্র-ছাত্রীদের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের গড়ে তুলে দেশমাতৃকার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। পরে তিনি ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং শেষে ফিতা কেটে ‘মুজিব কর্নার’ ও ‘শেখ রাসেল কম্পিউটার ল্যাব’ উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে মাদক মামলায় ৫ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধসাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াসে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্বেগ