শেখ হাসিনার সরকার সামাজিক সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে কাজ করছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবদুচ ছালাম। গতকাল শনিবার সকাল থেকে বোয়ালখালী উপজেলার শাকপুরা, আমুচিয়া ও সরোয়াতলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে পবিত্র ঈদ–উল–ফিতর উপলক্ষে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সমাজের সকল মানুষ যাতে আনন্দে ঈদ উদযাপন করতে পারে সেজন্য মাদার অব হিউম্যানিটি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা অসচ্ছল পরিবারের জন্য চাল ও ঈদ উপহার প্রেরণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশের সকল মানুষ সুখে থাকুক, সকলের আত্মোন্নতি হোক। প্রগতিশীল ও সাম্যময় সমাজ প্রতিষ্ঠা করতে তিনি সমাজের বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, বিধবাদের জন্য বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত নারীদের জন্য ভাতা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ভাতা, অন্তসত্ত্বা নারীদের জন্য ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ দিয়ে উদ্যোক্তা সৃষ্টির ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য শিক্ষা ভাতা, সার্বজনীন পেনশন স্কিম চালু করে দেশের সকল নাগরিকের এগিয়ে চলা নিশ্চিত করেছেন। চাল বিতরণকালে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক জাহেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সুজন দাস, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।