নির্বাচনী মাঠ ‘খালি করতে’ সরকার সামপ্রদায়িক সহিংসতার মামলায় বিএনপির নেতাদের ‘জড়াচ্ছে’ বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মন্দির ভাঙার ঘটনায় মামলা হয়েছে মোট ৬০টা। আসামির সংখ্যা ১৫ হাজার ৯৬ জন। ইতোমধ্যে তারা (পুলিশ) গ্রেপ্তার করেছে বিএনপির ১৮৬৮ জনকে। এই ঘটনার পেছনে সরকারের প্রত্যক্ষ মদদ আছে এবং তারা শুধু তাদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যে, ক্ষমতায় টিকে থাকবার জন্যে এই জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছে, সমপ্রদায়ের সমপ্রীতি বিনষ্ট করছে। খবর বিডিনিউজের।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি দল কয়েকটি এলাকায় ক্ষতিগ্রস্ত মন্দির-মণ্ডপ দেখে এসেছেন জানিয়ে ফখরুল বলেন, আমি যেটা বলতে বলতে চাই, বরকত উল্লাহ বুলুসহ (বিএনপির ভাইস চেয়ারম্যান) যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এরা কেউ এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। এই মামলাগুলো করার একমাত্র উদ্দেশ্যে হচ্ছে বিএনপিকে হয়রানি করা, তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা এবং যেহেতু তারা আসন্ন নির্বাচন করতে চায়, সেই নির্বাচনের পূর্বেই যেন বিএনপির নেতা-কর্মীদেরকে মাঠ থেকে একদম সরিয়ে দেওয়া যায় মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে, এজন্য এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। আমরা মনে করি, আওয়ামী লীগ সব সময়ে এসব করে এসেছে এবং এভাবে তারা রাজনীতিতে টিকে থাকতে চায়।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, খায়রুল কবির খোকন প্রমূখ উপস্থিত ছিলেন।