সামনেই তুমি

জাবীদ মাইন্‌উদ্দীন | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

সামনেই তুমি সুন্দর

রৌদ্র দুপুরে ভেসে ওঠা রুপোলি মাছের পিঠ,

দিঘির স্বচ্ছ জল,

তোমাকে দেখার জন্যে ছুটে যাই রোজ

 

সামনেই ফুটে ওঠে তোমার আরক্ত হৃদয়,

উচ্ছল মৌনহাসিতে ঝরে পড়ে

জগতের যতোসব হৃদয়ের কথা,

দুঃখ রাশি রাশি।

 

সামনেই তুমি অকুতোভয় ভরসা,

খাবারের পর ঝাঁপিয়ে আসা

দুচোখ ভরা নিদ্রাতুর ঘুমের দেশ

ঘুমেই তুমি

অপরূপ রূপের আধার

 

সামনেই তুমি

নীলিম উদার আকাশ

নক্ষত্রের বিশাল আবাসভূমি

মেঘেদের কলকল শুদ্ধ উচ্চারণ ধ্বনি

 

সামনেই তুমি

কেবলই আমার হও

পশ্চাতে রেখে এসে

নাগরিক চাওয়া আর পাওয়া

 

সকল অনুপস্থিতিতে তুমি

সামনেই শুধু থেকো

জীবন জীবান্তর,

সামনেই দিয়ে দিও চিরায়ত বিদায় ধ্বনি

 

সামনেই তুমি অশ্রুসিক্ত হয়ো

যখোন আমিই শুধু

তোমার সামনে নেই….

পূর্ববর্তী নিবন্ধশেষাস্থান
পরবর্তী নিবন্ধএকটি রূপালি ভোর আর একজন ভালো মানুষ