সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ

| বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:০৩ পূর্বাহ্ণ

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকীয় প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, বর্তমানে ব্যাংকের যেসব শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব শাখার সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। খবর বাংলানিউজের।
নির্দেশনায় আরও বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ে সরকার অফিস সময়সূচিতে যে পরিবর্তন এনেছে, সেটির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওয়েল ফুডস ও এপিক হেলথ কেয়ারের দ্বিপাক্ষিক সেবা চুক্তি
পরবর্তী নিবন্ধ‘যেখানেই বিএনপি-জামায়াতের নৈরাজ্য সেখানেই প্রতিরোধ’