সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নেয় দালালরা

হাটহাজারী ভূমি অফিস

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

‘ভূমি অফিসে দালাল ছাড়া কোন কাজ হয়না। মানুষের মধ্যে সচেতনতার অভাবে এ অবস্থা’।হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার( ভূমি) অফিসের কানুনগো সাত্তার খান এ কথা বলেছেন। গতকাল রবিবার হাটহাজারী উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি দল সহকারী কমিশনারের (ভূমি) সাথে সাক্ষাৎ করতে গেলে সহকারী কমিশনার ভূমির অনুপস্থিতিতে তিনি তাদের সাথে মতবিনিময়ের সময় এ কথা বলেন। দেশের মানুষ এখনো ভূমি আইন সম্পর্কে অবগত নয় বলে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ আইন বিষয়ে অজ্ঞ। ভূমির প্রয়োজনীয় কাগজ অনেকের কাছে নেই। তাই ভূমি অফিসে এসে কাঙ্খিত সেবা না পেয়ে তাদের মধ্যে ভূমি অফিসের ব্যাপারে ভুল ধারনা সৃষ্টি হয়ে থাকে। আর এ সুযোগ গ্রহণ করে এক শ্রেণির সুবিধাবাদী চক্র। যাদেরকে মানুষ ভূমি অফিসের দালাল বলে থাকে। তবে তিনি ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী সমান নয় বলেও উল্লেখ করেন। দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ভূমি অফিসে প্রয়োজনীয় কাজে আসা জনগণকে হয়রানি না করার আহবান জানান তিনি। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মোহাম্মদ আলী, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, মো নিজাম উদ্দিন, অধ্যক্ষ ফরিদ আহম্মদ ও শারমিন ইকবাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপায়ে হেঁটে ১৫০ কিমি পরিভ্রমণে যাচ্ছে চবির ৪ রোভার
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্সের শীতবস্ত্র বিতরণ