সাদার্ন ইউনিভার্সিটিতে তথ্য কেন্দ্র উদ্বোধন

দ্বিতীয় সমাবর্তন

| সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৭:৫৮ পূর্বাহ্ণ

আসন্ন দ্বিতীয় সমাবর্তন-২০২২ উপলক্ষে রেজিস্ট্রেশনসহ নানাবিধ তথ্য সেবা দিতে সাদার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ, আরেফিন নগরে চালু হয়েছে সমাবর্তন তথ্য কেন্দ্র। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক আনুষ্ঠানিকভাবে এ তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফুজ্জামান ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. শওকতুল মেহের। সাদার্ন ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টার-২০১০ সাল থেকে ফল সেমিস্টার-২০২০ পর্যন্ত স্নাতক (সম্মান) ও স্নাকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। বর্তমানে রেজিট্রেশন কার্যক্রম চলছে এবং শিগগিরই সমাবর্তনের নির্ধারিত তারিখ ঘোষণা করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের www.southern.edu.bd/convocation উল্লিখিত ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে সমাবর্তনের রেজিস্ট্রেশন ফরম পূরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। রেজিট্রেশনের সময় শিক্ষার্থীর পাসপোর্ট আকারের ছবি আপলোডসহ ইমেইল ও মুঠোফোন নম্বর অনলাইন ফরমে উল্লেখ করতে হবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীকে অবশ্যই কোভিড-১৯ টিকা সনদ অনলাইন রেজিস্ট্রেশন ফরমে সংযুক্ত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅস্পৃশ্য তুলসী গাছ ও শেফালী
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ৯ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা