সাতকানিয়ায় বিএনপির উদ্যোগে মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মীয় মেহেরিন চৌধুরী ও মাশুকা বেগমের স্মরণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সামপ্রতিক বিমান দুর্ঘটনায় যারা অকালপ্রয়াত হয়েছেন বা এখনও জীবন সংগ্রামে রয়েছেন তাদের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জাফর চৌধুরী কলেজ ও আসমা মাফজাল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব রাজীব জাফর চৌধুরী। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আবুল হোসেন, মোঃ জসিম উদ্দিন, আবুল সুফিয়ান চৌধুরী মাহতাব, আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানে দোহাজারী পৌর বিএনপির পক্ষ থেকে সভাপতিত্ব করেন নেতা তসলিম উদ্দিন। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শ্রমিক দলের সিনিয়র ভিসি সভাপতি আব্দুস সাত্তার সানি, মোহাম্মদ মানিক (যুবদল), আ. জ. ম. আলমগীর (যুবদল), ফয়সাল মাহমুদ অভি (ছাত্রদল), এনামুল হক এনাম (ছাত্রদল), এবং সুজন (ছাত্রদল, উত্তর সাতকানিয়া) প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফ আলী। প্রেস বিজ্ঞপ্তি।