সাতকানিয়ায় মাদ্রাসা পড়ুয়া ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার খাগরিয়া ইউনিয়নের খাল পাড়ে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক পলাতক রয়েছে।
ধর্ষিত শিশুর মা বলেন, মঙ্গলবার বিকালে আমার মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় খাগরিয়া গনি পাড়ার বক্কর বাড়ির মৃত সোনা মিয়ার পুত্র মোহাম্মদ ইউসুফ তাকে ১০ টাকার একটি নোট দিয়ে ফুঁসলিয়ে পার্শ্ববর্তী খাল পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তখন আমার মেয়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করলে ধর্ষক ইউসুফ পালিয়ে যায়।
পরে মেয়ে ঘরে এসে আমাকে বিষয়টি জানায়। বুধবার সকালে সে বেশি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানাই এবং মেয়েকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাই।
খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসেন জানান, অভিযুক্ত মোহাম্মদ ইউসুফ চিহ্নিত একজন লম্পট। সে ইতোপূর্বে অনেক নারীকে উত্যক্ত করেছে শুনেছি।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, শিশুটিকে গতকাল সকালে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়।
সে বর্তমানে সেখানে ভর্তি রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইউসুফ পলাতক রয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।