সাতকানিয়ায় ঢেমশা ইউপি চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমনের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ ১৪টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা আলমগীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমনের বাড়িতে পুলিশ গেলে পাশ্ববর্তী মসজিদের মাইকে চেয়ারম্যানের বাড়িতে ডাকাত এসেছে বলে প্রচার করা হয়। ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কামাল মিয়া জানান, শুক্রবার বিকাল ৪ টার দিকে ঢেমশা ইউপি চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমন ও তার ভাই সাগরের নেতৃত্বে ৭০-৮০ জনের দল ধারলো অস্ত্র, হকিস্টিক ও লাঠিসেঁটা নিয়ে এলাকায় আসে। এ ময় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা মো. পারভেজ, সানজিত, নিহান, কোরবান আলী, মো. শাহআলম, মুছা, ফয়সাল, মো. হারুন, আবুল কাশেম, হাজী আবদুর রশিদ ও আমার বসতঘরে ব্যাপক ভাঙচুর চালায়।
কামাল মিয়া জানান, বিগত ইউপি নির্বাচনে আমরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছিলাম। এজন্য চেয়ারম্যান রিমন নির্বাচনের পর থেকে আমাদের
উপর ক্ষুব্ধ ছিল। নৌকার পক্ষে কাজ করায় ইতিপূর্বে রিমন ও তার কর্মী-সমর্থকরা অনেক আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতা-কর্মীর বসতঘরে হামলা চালিয়েছে। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত ১০ টার দিকে সাতকানিয়া থানা পুলিশ চেয়ারম্যান মির্জা আসলাম রিমনের বাড়িতে গেলে পাশ্ববর্তী মসজিদের মাইকে চেয়ারম্যানের বাড়িতে ডাকাত এসেছে বলে প্রচার করা হয়। পরে পুলিশ সেখানে কিছুক্ষণ অবস্থান করে চলে যায়। ঘটনার বিষয়ে বক্তব্য নেয়ার জন্য ইউপি চেয়ারম্যান মির্জা আসলাম রিমনের মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, বিকালে চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমনের নেতৃত্বে উত্তর ঢেমশার আলমগীর পাড়া, বড়বাড়ি ও আলী ফকির পাড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও ছাত্রলীগ নেতার বাড়িসহ বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। এসময় কয়েকজন আহত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন শেষে রাতে চেয়ারম্যান রিমনের বাড়ি এলাকায় গেলে পাশ্ববর্তী মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে প্রচার চালানো হয়। বসতঘর ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে একাধিকজন থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।