সাতকানিয়ায় অপরাধ করলে কেউ রেহাই পাবে না

আইন শৃঙ্খলা কমিটির সভায় নজরুল এমপি

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, অপরাধ করলে কেউ রেহাই পাবে না। অপরাধী যত বড়ই হোক, যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া যাবে না। অপরাধীর পরিচয় শুধুই অপরাধী। অপরাধ করলে আইনের আওতায় আসতে হবে। কেউ যদি অপরাধীর পক্ষ নেয় তাকে একযোগে বয়কট করুন। অপরাধ করে কেউ যেন পার পেয়ে না যায় সেই বিষয়ে প্রশাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশ প্রদান করেন।

তিনি গত রোববার সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ- জোহরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ মোতালেব,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, ডা. রায়হান ছিদ্দিকী, থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন, ইউপি চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন, মো. ওচমান আলী, নাছির উদ্দিন টিপু, তাপস কান্তি দত্ত, আ ফ ম মাহবুবুল হক সিকদার, হাফেজ আহমদ, জসীম উদ্দিন, মো. রুহুল্লাহ চৌধুরী, রমজান আলী ও আ ন ম সেলিম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধবেঈমানরা কখনো দলীয় পদে থাকার অধিকার রাখে না
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু বাঙালির অন্তরে চিরজাগরূক থাকবেন