রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী গাড়ি উল্টে মোহাম্মদ সাগর আহমেদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ছয় পর্যটক আহত হয়েছেন বলে জানিয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা।
স্থানীয়রা জানিয়েছেন, গতকাল বুধবার সকাল ১১টার দিকে সাজেক রুইলুই পাড়া পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনায় আহতরা হলেন মনিয়ামুন (২৯), বর্না আক্তার (৩২), নুর নাহার (২৫), লিটু (৩২), দিদার হোসেন (২৬)।
তারা ঢাকা থেকে এসেছিলেন। পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল তাদের উদ্ধার করে আরেকটি গাড়ি যোগে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়।
সাজেক থানার ওসি নুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পাওয়া মাত্র উদ্ধার অভিযান শুরু করি।












