বে-টার্মিনাল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি সই

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ অক্টোবর, ২০২২ at ১১:০৩ পূর্বাহ্ণ

দেশের আগামী একশ বছরের বন্দর হিসেবে গড়ে উঠতে যাওয়া বহুল প্রত্যাশার বে-টার্মিনালের পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই পরামর্শক প্রতিষ্ঠান বে-টার্মিনালের ব্রেক ওয়াটার ও এক্সেস চ্যানেল ড্রেজিং কার্যক্রমের ডিজাইন, ড্রয়িং, প্রাক্কলন ও দরপত্র দলিল তৈরি করবে। আগামী ছয় মাসের মধ্যে এই কাজ শেষ করবে বলেও আশ্বস্ত করা হয়েছে।

গতকাল বুধবার চট্টগ্রাম বন্দরের বোর্ড রুমে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করা হয়েছে। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান জার্মানির শেলহর্ন, বাংলাদেশের একিউইউএ কনসালটেন্ট এন্ড এসোসিয়েটস এবং কেএস কনসালটেন্টস লিমিটেড যৌথভাবে এই চুক্তি স্বাক্ষর করে।

এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, বন্দরের সদস্যবৃন্দ এবং কেএস কনসালটেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বন্দরের বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ২৮ বছরেও পূর্ণ দায়িত্বে আসেনি কেউ
পরবর্তী নিবন্ধসাজেকে গাড়ি উল্টে পর্যটক নিহত আহত ছয়