সাজেকে ইউপিডিএফের ৪ সহযোগী আটক

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ২৮ ডিসেম্বর, ২০২০ at ১০:০৪ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে ইউপিডিএফ’র ৪ সহযোগীকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। গত শনিবার রাতে সাজেকের মেলাছড়া থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন বিনয় চাকমা (৪৩), বিজয় চাকমা স্মৃতি (৪২), বিকাশ চাকমা বাইট্যা (৩৫) ও উনিল চন্দ্র চাকমা (৬০)। এসময় তাদের তল্লাশি করে ২টি এলজি, ৫ রাউন্ড গুলি, ৩টি চাঁদার রশিদ বই, ৪টি মোবাইল, ২টি প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার, ১সেট ইউপিডিএফ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির বার্তা ও ২,১১৪ টাকা পাওয়া যায়।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়- গোপন সংবাদে জানা যায়, ২৬ ডিসেম্বর রাঙামাটির সাজেক থানাধীন মেলাছড়া পাড়া এলাকায় ইউপিডিএফ(মূল) দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনারোধে খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশনায় বাঘাইহাট জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্নস্থানে বিশেষ টহল ও চেকপোস্ট বসানো হয়। এরই ধারাবাহিকতায় গত ২৬ তারিখে সাজেক থানাধীন ছদুকিছড়া এলাকায় শহীদ লে. মুশফিক আর্মি ক্যাম্পের চেকপোস্টে তল্লাশীকালে ২টি মোটর সাইকেল তল্লাশি করে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এবিষয়ে সাজেক থানার এসআই নাঈমুল জানান- অস্ত্রসহ আটকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে ।

পূর্ববর্তী নিবন্ধছিন্নমূল শিশুদের মাঝে কমার্স কলেজ ছাত্রলীগের খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধসম্মিলিত হকার্স ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ