সাগরিকা শিল্প এলাকায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১০:১৭ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী থানার সাগরিকা শিল্প এলাকায় অবৈধভাবে গড়ে তোলা দুই শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। একই অভিযানে রাস্তা ও ফুটপাতে দোকানের সামনের অংশ বর্ধিত করে পথচারীর চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ছয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর দৈনিক আজাদীকে বলেন, সাগরিকা শিল্প এলাকা ও আলিফ গলির ভেতরে তিনটি রাস্তায় অবৈধভাবে দোকানপাট নির্মাণ করা হয়। এতে মানুষের চলাচলে সমস্যা হচ্ছিল। কোথাও টিন ও বেড়া দিয়ে এবং কোথাও পাকা দেয়াল দিয়ে স্থায়ী কাঠামো করা হয়েছে। এ ধরনের দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত স্থাপনাগুলোর মধ্যে বেশিরভাগই চা, মোবাইল রিচার্জ এবং জুতার দোকান ছিল বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপাল্টে গেছে কর্ণফুলী পাড়ের চিত্র