চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদক | বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১০:১৬ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর এলাকার একটি ব্যাচেলর বাসা থেকে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার বিশেষ অভিযান চালিয়ে মো. মোরশেদ রানা আবির (২৮) নামের ওই যুবকে গ্রেপ্তার করা হয়।
তিনি লক্ষীপুর সদর থানার পূর্বশেরপুর এলাকার মো. শামসুল হকের ছেলে।
র‌্যাব-৭ এর সিনিয়র মিডিয়া অফিসার মো. নুরুল আবছার আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার মো. মোরশেদ রানা আবির সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়া এবং ইউরোপ-আমেরিকা প্রেরণের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের প্রধান। তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৬ টি ভিজিটিং কার্ড, একাধিক ব্যাংকের ৮টি চেক বই, ৬ টি এটিএম কার্ড, বিভিন্ন ব্যক্তির নামীয় ৮টি পাসপোর্ট, ১০টি স্টাম্প, ৩টি অঙ্গিকারনামা, ২৫টি এনআইডি কার্ডের ফটোকপি, ৭৫টি ছবি এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে জামাল হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাগরিকা শিল্প এলাকায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ