সাকিবে মুগ্ধ রঙ্গনা হেরাথ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৬ মে, ২০২২ at ৪:১৮ পূর্বাহ্ণ

প্রথম টেস্টে খেলতে নেমে শুরুতে অনেকক্ষণ বোলিংয়ে আসেননি সাকিব। এসে যখন প্রথম বল হাতে নিলেন, নিজের ছাপ রাখলেন। পুরো দিনের সবচেয়ে কিপটে বোলিংটা করেছেন, ১৯ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। কোনো রকম অনুশীলন ছাড়াই সাকিবের এমন পারফরম্যান্সে মুগ্ধ স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। সাকিব থাকলে দলের আত্মবিশ্বাস বেড়ে যায়, মনে করিয়ে দিয়েছেন তিনি। সঙ্গে বলেছেন, সাকিব না থাকলে দলের ভারসম্যও ঠিক থাকে না। হেরাথ বলেছেন, ‘আমাদের খুব বেশি সামর্থ্যবান খেলোয়াড় নেই। আপনি যদি দেখেন, অনুশীলন ছাড়াই সে নিজের প্রথম বলেই নিজের ছাপ রেখেছে। যেটা খুব ভালো, এটা হয়েছে আত্মবিশ্বাসের কারণে। সাকিবের থাকা দল ও খেলোয়াড়দের আত্মবিশ্বাস দেয়।’ ‘যখন সাকিব এখানে থাকে, আমাদের দল ভারসাম্যপূর্ণ থাকে। না হয় আমাদের বিশেষ একজনকে খুঁজে বের করতে হয় যে বল ও ব্যাট করতে পারে। যদি সাকিব সবসময় খেলে, ভারসাম্য থাকে।
আমি যেটা বলেছি, সে খুব ভালো বল করেছে আজ, সবচেয়ে ইকোনোমিক্যালও ছিল।’

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধহকিতে ওমানের কাছে হেরে আবারও রানার্স আপ বাংলাদেশ