সাউদার্ন ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

| সোমবার , ৪ জুলাই, ২০২২ at ৯:২২ পূর্বাহ্ণ

সবুজ ক্যাম্পাস বিনির্মাণ ও পরিবেশ বাঁচাতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। ইউনিভার্সিটির বৃক্ষরোপণ কমিটির সার্বিক তত্ত্বাবধানে এবং বিএনসিসি প্লাটুনের প্রত্যক্ষ সহযোগিতায় ৬ জুলাই পর্যন্ত এ কর্মসূচি চলবে।
গত বৃহস্পতিবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিজয় সংকর বড়ুয়া, ১৩ বিএনসিসি ব্যাটেলিয়নের কমান্ডার ক্যাপ্টেন কাজী নাজমুল হুদা ও প্লাটুন কমান্ডার পিইউও আতিকুর রহমান। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে ফলজ, বনজ, ফুল ও ঔষধিসহ কয়েক হাজার চারা লাগানো হবে বলে জানান উপাচার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদায় চার হাজার মিটার ঘেরা জাল জব্দ
পরবর্তী নিবন্ধকম ভাগ্যবান মানুষের জন্য কাজ করে যাচ্ছে প্রয়াস