কম ভাগ্যবান মানুষের জন্য কাজ করে যাচ্ছে প্রয়াস

রিকশা হস্তান্তর অনুষ্ঠানে ওয়াসার এমডি

| সোমবার , ৪ জুলাই, ২০২২ at ৯:২৩ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গত শনিবার নগরীর শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে দুইটি পরিবারকে স্বাবলম্বী করতে রিকশা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। ‘কম ভাগ্যবান মানুষের পাশে প্রয়াস’ এই শ্লোগানকে সামনে রেখে রিকশা হস্তান্তর করেন প্রয়াসের উপদেষ্টা জগলুল হায়দার এবং পরিচালক সাহিদা আখতার। সংগঠনের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা এ এম কামাল উদ্দিন চৌধুরী, লায়ন সন্তোষ কুমার নন্দী, প্রয়াস পরিচালক মহসীন উল কাদের, হেফাজ উদ্দিন আহমেদ, সংগীত শিল্পী আসাদুর রহমান আসাদ এবং আয়োজন কমিটির চেয়ারম্যান সারমিন আকতার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কিবরিয়া হোসেন বাপ্পী, আলমগীর মো. ফারুক, সুভাষ সরকার, সহ-সাধারণ সম্পাদক মো. ইসমাইল, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ রাজীব, সাংস্কৃতিক সম্পাদক হিমেল মন্ডল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, সমাজের কম ভাগ্যবান মানুষের জন্য নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে প্রয়াস এবং সেবার জগতে প্রয়াস পরিবার আলো ছড়াচ্ছে। তাই তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধরোটারি আন্তর্জাতিক জেলার ডিস্ট্রিক্ট ইনস্টলেশন অনুষ্ঠান