ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী গলফ টুর্নামেন্ট গতকাল ভাটিয়ারী গলফ ক্লাবে শুরু হয়েছে। প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনী চট্টগ্রামের এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাটি জহুরুল হক এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল বদরুল আমিন, ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সহ সভাপতি (এডমিন ও ফিন্যান্স) ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখারুল আলম, স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিঃ এর নির্বাহি পরিচালক প্রশাসন মেজর অবসর প্রাপ্ত ফারুখ আহম্মদ খান, নির্বাহি পরিচালক ইএইচএস ও মেরিটাইম ল মেজর অবসর প্রাপ্ত মনির উদ্দিন হাসান সহ ভাটিয়ারী গলফ ক্লাব এবং সাইফ পাওয়ারটেক লিঃ এর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই টুর্নামেন্টে দেশি বিদেশী দুই শতাধিক গলফার অংশ গ্রহন করছে। আজ শনিবার সন্ধ্যায় টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাইফ পাওয়াটেক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমীন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।