সহিংস হলে ব্যবস্থা বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১০:২৯ পূর্বাহ্ণ

অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চাপ প্রয়োগের কৌশল হিসেবে বিএনপির কর্মসূচিতে কোনো ধরনের সহিংস ঘটনা ঘটলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সচিবালয়ে গতকাল রোববার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপিকে দোয়া মাহফিল ও মানববন্ধনের মতো গণতান্ত্রিক কর্মসূচি পালনের পরামর্শও দেন তিনি। খবর বিডিনিউজের। বিএনপি চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসার অনুমোদন আদায়ে দলটি অবরোধের হুমকি দিচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। উত্তরে তিনি বলেন, বিএনপি দোয়ার মাহফিল করতে পারেন, মানববন্ধন করতে পারেন; তারা পলিটিক্যাল পার্টি, তারা তাদের কর্মসূচি দিতে পারেন। কিন্তু মানুষের জানমাল রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় প্রস্তুত থাকবে। তারা যদি ওই জায়গাটাতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন কিংবা জানমাল বিনষ্ট করার প্রচেষ্টা নেন, তাহলে কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।
এর মধ্যেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ না পাঠালে সরকারকে গদিচ্যুত করার হুমকি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পূর্ববর্তী নিবন্ধখালেদাকে বিদেশে না পাঠালে গণআন্দোলন: ফখরুল
পরবর্তী নিবন্ধকোরিয়া থেকে এসেছে রেলের নতুন আরো ১০ ইঞ্জিন