সহযোগী সংস্থাসমূহের সাথে পিকেএসএফের মতবিনিময়

| বৃহস্পতিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:২৮ পূর্বাহ্ণ

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলার সহযোগী সংস্থাসমূহের সাথে মতবিনিময় সভা নগরীর স্টেশন রোডে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দীন ও মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ। সভায় পিকেএসএফ সহযোগী সংস্থাসমূহের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নানা সমস্যা, সম্ভাবনাসহ সরকারী সংস্থাসমূহের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া চট্টগ্রাম জেলায় অবস্থিত সহযোগী সংস্থাসমূহের সমস্যা নিরসনে সহযোগিতা এবং চট্টগ্রামের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদানের জন্য সহযোগী সংস্থাসমূহের পক্ষ হতে পিকেএসএফের প্রতি অনুরোধ জানানো হয়। সভায় মমতা, কোডেক, আইডিএফ, ঘাসফুল, প্রত্যাশী, ইপসা, সিআইপিডি, অপকার নির্বাহী প্রধানগণ অংশ নেন। প্রধান অতিথি বলেন, পিকেএসএফ সবসময় অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করে আসছে। সরকারী সংস্থার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য সহযোগী সংস্থাসমূহের প্রতি আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে গাউসিয়া কমিটির আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের সংগীত সন্ধ্যা